শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, নিম্নচাপ ও তীব্র কালবৈশাখী থাকবে কয়েকদিন

অনলাইন ডেস্ক / ২৯৩ শেয়ার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

সাদ্দাম উদ্দীন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ

চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে অবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের দেয়া তিন মাস মেয়াদি (মার্চ-মে) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী হতে পারে। দেশের অন্যস্থানে ৪ থেকে ৫ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী/বজ্রঝড় হতে পারে।

এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপ প্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারী (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে বুধবার রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা এবং টাঙ্গাইল অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com