বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
বরগুনায় রিক্সা ও টমটমের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহতরা হচ্ছেন, চায়ের দোকানদার উজ্জল ও কলেজ ছাত্র চয়ন শীল। শনিবার বেলা সাড়ে বারোটার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের মহাসড়কের পূর্বাচল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জাফর হোসেন জানিয়েছেন, রাস্তার পাশে বসে থাকা এক পাগলীকে নিহতরা ক্ষেপিয়েছিলো। পাগলী ক্ষিপ্ত হয়ে রিক্সায় বসে থাকা ওই দুজনকে লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারতে থাকে। রিক্সাচালক তখন উল্টোদিকে ঘুরিয়ে নিজেদের রক্ষা করার চেস্টা করে। এসময় একটি টমটম এসে রিক্সাকে ধাক্কা মারলে তারা দুজন আহত হয়। আহতদের বরিশাল নেবার পথে মারা যায়।
বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Facebook Comments Box