স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কামাল হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গেন্ডামারা এলাকায় মুগডাল ক্ষেতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কামাল উপজেলার চন্দনতলা এলাকার মোতালেব মুন্সীর ছেলে।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ছোটবগী ইউনিয়নের চন্দনতলা এলাকার মোতালেব মুন্সীর ছেলে কামাল হোসেন ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় উত্যক্ত করতো। এরই জের ধরে ঘটনার সময় ওই ছাত্রী তার মাকে মামা বাড়ি থেকে এগিয়ে আনার জন্য গেলে পথিমধ্যে ওই লম্পট কামাল পিছু নেয়। কিছু দূর যেতে না যেতেই বিলের মধ্যে মুগডাল ক্ষেতে স্কুল ছাত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটির ডাক-চিৎকারে লোকজন আসলে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়ের মা থানায় এসে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে তাৎক্ষণিক পুলিশ ধর্ষক কামালকে আটক করেন।
স্কুল ছাত্রীর মা বলেন, বখাটে কামাল হোসেন প্রায়ই আমার মেয়েকে উত্যক্ত করে আসছে। ঘটনার দিন আমার মেয়ে তার মামা বাড়ী আসার সময় পথিমধ্যে তাকে একাকি পেয়ে এ ঘটনা ঘটায়। আমি এ ঘটনার বিচার চাই।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, ধর্ষণের বিষয়ে একটি মামলা হলে অভিযান চালিয়ে ধর্ষককে আটক করা হয়েছে। স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।