স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে স্ত্রীর সাথে অভিমান করে ২ সন্তানের জনক আতিক হোসেন (৩২) বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। শনিবার ভোর রাতে উপজেলার হেলে াবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহত আতিকের স্ত্রী রাছুমা বেগম জানান, উপজেলার হেলে াবাড়িয়া এলাকার ফারুক মৃধার ছেলে আতিক হোসেন ও তার স্ত্রী ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে একই গ্রামে তার শশুর বাড়ীতে থাকতেন। সম্প্রতি শশুর বাড়ীর অদুরেই আলাদা ছোট্ট একটি বাড়ী করে বসবাস শুরু করছিল তারা। এ নিয়েই স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি চলে আসছে। শুক্রবার সন্ধ্যার পরে খাওয়াদাওয়া শেষে ঝসড়াঝাটি করে উভয় শুয়েছিল। হঠাৎ আতিক হোসেন বাথরুমের কথা বলে বাইরে গেলে কিছুক্ষন পরই বমি দিতে দিতে ঘরে আসেন। আতিকের স্ত্রী রাছুমা বেগমের ডাক চিৎকারে লোকজন এসে মুখে বিষপানের নমুনা দেখে তাকে বাচানোর চেষ্টা করলেও ঘটনার পরপরই তিনি মারা যান।
তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, আতিক কীটনাষক পানে আত্মহত্যা করেছে বলে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তাকে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।