মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ
টমেটো সহ সকল ফসলের লাভজনক দাম নিশ্চিত করা ও দিনাজপুরে সরকারি উদ্যোগে টমেটোর হিমাগার নির্মাণ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে বাংলাদেশ কৃষক সমিতি।
২৪ এপ্রিল, ২০২১ শনিবার সকাল ১১টায় বাংলাদেশ কৃষক সমিতি-দিনাজপুরের উদ্যোগে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে
দিনাজপুর জেলা কৃষক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক দয়ারাম রায়, এড রেয়াজুল ইসলাম রাজু, অধ্যাপক আব্দুল বারী, ইকবাল হাসান সিদ্দিকি, হারুনর রশিদ হিমেল ও দুর্যোধন রায়।
মানববন্ধনে কর্মসূচির দাবীসমূহঃ
টমেটোর লাভজনক দামসহ টমেটো সংরক্ষনের জন্য সরকারী উদ্যোগ টমেটোর হিমাগার নির্মান করতে হবে।
বিএডিসির বীজের ডিলাররা সরকারি রেটের থেকে কৃষকদের কাছে আলু বীজের অতিরিক্ত দাম নিচ্ছে তাই ডিলার প্রথা বিলোপ করে সরাসরি কৃষকদের কাছে আলুসহ অন্যান্য বীজ বিক্রয় করতে হবে।
অবিলম্বে বোরো ধানের রেট ঘোষনা কর। ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছে ধান করতে হবে।