, , , ,

নরসিংদীর মাধবদী তে লিচু চুরি করতে গিয়ে বিদ্যূৎ পৃষ্ঠ যুবকের মৃত্যু

নরসিংদীর প্রতিনিধিঃ

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের নওপাড়া গ্রামে সোহাগ ১৬ নামে এক যুবক গতকাল ২৬ এপ্রিল রাতে একই গ্রামের বুইট্রা রহমানের বাড়িতে লিচু চুরি করতে গিয়ে বিদ্যূৎ পৃষ্ট হয়ে গাছের নিছে পুকুরের পানিতে পড়ে মৃত্যু বরণ করে,সোহাগের পিতার নাম গিয়াসউদ্দীন, খোজ নিয়ে জানাযায় বুইট্রা রহমান বাদুরের হাত থেকে লিচু রক্ষার জন্য প্রতিদিন রাতেই লিচু গাছে বিদ্যূৎ সংযোগ দিয়ে রাখে , ঘটনার দিন রাত ১১ টা সময় সোহাগ কয়েক জন বন্ধু কে নিয়ে লিচু চুরি করতে গিয়ে গাছে উঠা মাত্রই বিদ্যূৎ পৃষ্ঠ হয়ে মারা যায়। সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশ মৃত দেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।অপর দিকে সোহাগের বন্ধুরা এবং এলাকার লোকজন বুইট্রা রহমানের ফাসির দাবিতে মিছিল করে। এদিকে রহমান ভয়ে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225