স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে উপজেলার প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গতিরোধক (স্পিডব্রেকার) স্হাপন করা হয়েছে। বুধবার রাতে রেজবী উল কবির জোমাদ্দার উপস্থিত থেকে গতিরোধক নির্মাণকাজের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক নুরুজ্জামান ফারুক,ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসেন স্বপন, , শিক্ষক জিয়াউল হক রুবেল, সাংবাদিক হাইরাজ মাঝি, , সূর্য শিখা সোস্যাল অর্গানাইজেশনের সভাপতি অন্তরসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ।
তালতলী বাজারের বিভিন্ন পয়েন্টে ৮টি গতিরোধক স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে তালতলী বাজারের এই রাস্তায় গতিরোধক না থাকায় যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলের জন্য ভোগান্তিতে ছিলেন এলাকার মানুষ। তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই সূর্য শিখা সোস্যাল অর্গানাইজেশন উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দারের অর্থায়নে এই গতিরোধক করা হচ্ছে।