মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার (খাদ্য সহায়তা) দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে করোনা দুর্যোগে কর্মহীন গণপরিবহন শ্রমিকদের হাতে তুলে দেন হুইপ ইকবালুর রহিম এমপি।
৩০ এপ্রিল, ২০২১ শুক্রবার সকাল ১০টায় মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত খাদ্য সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মো. আব্দুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সদর উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস. এম. খালেকুজ্জামান রাজু, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন-১১৬৭ এর সভাপতি মো. রফিক ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সহ অন্যরা।