মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ
দিনাজপুর শহরের মধ্য বালুবাড়ীস্হ হরিজন পল্লীতে স্বর্গীয় রামদেব এর স্ত্রী চম্পা রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৪ মে, ২০২১ মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত শ্রাদ্ধ অনুষ্ঠানে ৫০ কেজির এক বস্তা চাল দান করেন দিনাজপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মানবিক যুবনেতা আলহাজ্ব রাশেদ পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন হরিজন হেলা সমাজের সভাপতি বাবুরাম সহ হরিজন পল্লীর বাসিন্দারা।
শ্রাদ্ধ অনুষ্ঠানে স্বর্গীয় চম্পা রায় এর আত্মার মাগফেরাত কামনা করেন মানবিক যুবনেতা আলহাজ্ব রাশেদ পারভেজ।
ইতিপূর্বে বিভিন্নভাবে খাদ্য সহায়তা করে আসছেন মানবিক যুবনেতা রাশেদ পারভেজ – এ কথা জানান এলাকাবাসী।
উল্লেখ্য যে, স্বর্গীয় চম্পা রায় ৪ সন্তানের জননী ছিলেন। রানা, রাজা, জনি ও আকাশ এর মাতা।