স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলীতে অননুমোদিত একটি ইঁভাটায় অভিযান চালিয়ে প্রস্তুতকৃত কাঁচা ইটে পানি মেরে নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আদালত একই সাথে ইট পোড়ানোর জন্য সংগ্রহ করা কাঠ ২৬ হাজার টাকায় নিলামে বিক্রি করে দিয়েছে। বুধবার উপজেলার নলবুনিয়া গ্রামে বাচ্চু মিয়ার ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটেটের এ সুত্রে জানা গেছে, ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ইটভাটার মালিক বাচ্চু মিয়া ইট পোড়ানোর জন্য পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স বা কোন অনুমতি দেখাতে পারেনি। কাঠ দিয়ে ইট পোরানো হলে পরিবেশের ব্যাপক ক্ষতিকর। তাই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রস্তুতকৃত কাঁচা ইট ফায়ার সার্ভিসের পানির মাধ্যমে নষ্ট করে দেয়।