, , , ,

করোনার প্রভাব কৃষিতে ১০০ পিশ গোলাপ ছিল ২০০ টাকা, ১০০ পিস গোলাপ এখনবিক্রয় হচ্ছে ২০টাকা

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

কোভিড ১৯ (করোনা) থামিয়ে দিয়েছে পৃথিবীর উন্নয়নের গতি বাদ যায়নি কৃষি খাতও,তারি ধারাবাহিকতায় ফুল চাষে নেমে এসেছে বোড় আকারের ধষ!

গতবছর লকডাউনে যেখানে মানুষ ঘরহতে বেরুতেই পারেনা ফুল কিনবে কে?লক্ষ লক্ষ টাকার স্বপ্ন বিলিন হয়ে গেলো, তাউ হাল ছাড়েনি কেউ,নতুন ভাবে প্রস্ততি নিতেই (আম্পান)!এ যেন মরার উপর খাড়ার ঘাঁ!প্রবাল ঘূর্ণিঝড়ে সব হারিয়ে মানবেতর জীবন কাটানো সেই ফুলচাষী পুনারাই স্বপ্ন বুনেছে ফুলে।১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবস ও ২১ ফেব্রুয়ারী মাতৃভাষা দিবসে কিছুটা পুষিয়েছিল ফুল চাষিরা।

তাতেও লাভকি নতুন করে লকডাউন শেষ না-হতেই বাড়ছে লকডাউনের মেয়াদ
খুলছেনা স্কুল,কলেজ,হচ্ছেনা বিয়ে,বৌভাত,সুন্নাতে-খাতনা,জন্মদিনের মত উৎসব!
এখন উপাই কি?ক্ষেতের ফুল নষ্ট হচ্ছে ক্ষেতে।কেউ কেউ পেট চালাতে ফেরি করে ফুল বিক্রি করছে ২ টাকার ফুল ২০ পঁয়সাই।

ফুলরাজ্য গঁদখালীর পানিসাড়ার ক-এক জন ভুক্তভোগী কৃষকের সাথে কথা বল্লে কউসার আলী ও মিজানুর কাঁদোকণ্ঠে বলেন সরকারী সহযোগিতা না পেলে আমাদের ভিক্ষা করে পেট চালাতে হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225