স্টাফ রিপোর্টারঃ
বরগুনার তালতলী উপজেলার কচুপাত্রা বাজারে গতকাল সোমবার রাত নয়টার দিকে অগ্নিকাণ্ডে ১২ টি দোকান পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,কচুপাত্রা বাজারের কসমেটিকস ব্যবসায়ী রহুল আমিনের দোকানে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে প্রথম আগুনের সূত্রপাত।এরপরে তা পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ১২ টি দোকান পুড়ে আনুমানিক প্রায় ১ কোটি টাকার মালামাল ছাই হয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান,খালের জমিতে মার্কেট করে বিক্রি করেছেন শারিকখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাবলু।সেই মার্কেটের আগুন নেভাতে আমরা পানি আনার জন্য খালে নামার কোন জায়গা পাই নাই।ফায়ার সার্ভিস আসলো আগুন নেভানোর পর।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃতামীম হাওলাদার এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান আমতলী – তালতলী সড়ক এতটাই খারাপ, যে গাড়ি নিয়ে আমরা গিয়েছিলাম তা বর্তমানে অচল হিসেবে গ্যারেজে পড়ে আছে।রাস্তা ভাল থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হতো।