, , , ,

বানারীপাড়ায় মানুষের সেবা করতে মেম্বর প্রার্থী হয়েছেন মুক্তিযোদ্ধা ইউছুব

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়াঃ
বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে যুদ্ধে গিয়েছিলেন বরিশালের বানারীপাড়া উপজেলার নরেরকাঠি গ্রামের মোঃ ইউছুব আলী হাওলাদার। তার লক্ষ্য ছিল একটাই দেশ ও দেশের মানুষের সুখে-দুখে সব সময়ে পাশে থাকা। তাই নিজের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার সদর ইউনিয়নের নিজ ওয়ার্ড থেকে মেম্বর প্রার্থী হয়েছেন এ মুক্তিযোদ্ধা। এদিকে উপজেলার ইউনিয়ন গুলোয় শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারনা। নির্বাচনের বাকী রয়েছে মাত্র চার দিন (প্রায় ১০০ ঘন্টা) তাই সামনের সময়কে কাজে লাগাতে বিভিন্ন প্রতিস্রুতি নিয়ে ভোটারদের দুয়ারে ছুটছেন প্রার্থীরা। সকল প্রার্থীর লক্ষ্য একটাই বিজয়ের হাঁসি হাসতে চায় তারা। তবে ভোটাররাই নির্ধারন করবেন তাদের পছন্দনীয় প্রার্থীকে। নির্বাচনের এ ধারাবাহিকতায় সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ঘুরে দেখা যায় মেম্বর প্রার্থী মৃত নওয়াব আলী হাওলাদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুব আলী হাওলাদার কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে ছুটে চলছেন। স্থানীয়রা বলছেন সদা হাস্যজ্জ্বল ও পরপকারী মোঃ ইউছুব আলী হাওলাদার বিভিন্ন সময়ে এলাকার সাধারণ দরিদ্র পরিবারের পাশে থেকে এবং অবহেলিতোদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী ২১ জুন সোমবার তাকে ঘুড়ি প্রতীকে ভোট দিয়ে আলোকিত ও সমাজিক অবক্ষয় মুক্ত ৯নং ওয়ার্ড গড়তে সকলের প্রতি দোয়া, সহযোগীতা ও ভোটারদের কাছে ভোট চেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউছুব আলী হাওলাদার।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225