, , , ,

তালতলীতে জমির ধান চাইতে গেলে পাওনাদারের হাতে লাঞ্ছিত গ্রহীতা

স্টাফ রিপোর্টারঃ

বরগুনার তালতলীতে নিখাওতি বন্ধকরাখা জমির ধান চাইতে গেলে পাওনাদারের হাতে লাঞ্ছিত  হয়েছেন গ্রহীতা মুঃ আঃ মোতালিব। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণ সদর রোডস্থ কর্মকার পট্টির আরাফাত মেশিনারী দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাসমেন্টকৃত সহকারি শিক্ষক মোঃ ইদ্রিস আলী মাস্টার প্রতারনা ও চেক জালিয়াতি মামলায় দুই দুইবার জেলহাজতে থাকার কারনে প্রায় ২বছর আগে চাকুরী থেকে সাময়ীকভাবে সাসমেন্ট হন। এ কারনে আর্থিক সমস্যা দেখিয়ে উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মুঃ আঃ মোতালিব এর কাছ থেকে ঐ ইদ্রিস আলী ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ৪৪নং বড়বগী মৌজার এসএ-১৮২৬ নং খতিয়ানের দাগ নং- ৫৪২৭, ৫৪২৮, ৫৪২৯, ৫৪৩০ উল্লেখ্য করে ২.৬৬ শতাংশ জমি নিখাওতি বন্ধক রেখে এক লক্ষ প াশ হাজার টাকা নেন। উল্লেখিত দাগ ও খতিয়ানের জমি গ্রহীতাকে দখলে দিতে না পারায় প্রত্যারনা করলে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সম্মুখে ঐ জমির বাবদ প্রতি বছর গ্রহীতাকে ৪০ মন আমন ধান ৩০ মাঘ মাসের মধ্যে দিবে বলে রেফ কাগজে লিখিত দেয়। চলতি বছরের এ পাওনা ধান আজ দিবে কাল দিবে বলে বার বার ঘুরাইয়া আসছে। ঘটনার দিন কর্মকার পট্টিতে বসে সাথে দেখা হলে গ্রহীতা তার পাওনা ধান চায়। এসময় গ্রহীতা মুঃ আঃ মোতালিব এর সাথে দুর্ব্যবহারের এক পর্যায় জামা’র কলার ধরে কিল-ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। পরবর্তিতে ঐ টাকা চাইলে ইদ্রিস আলী বিভিন্ন ভাবে খুন যখমের হুমকিও দেয়। স্থানীয়রা গ্রহীতা মুঃ আঃ মোতালিবকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনা শুনেছি, তবে কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225