, , , ,

বানারীপাড়ায় কঠোর লকডাউন সফল করতে তিন কর্তার নিরলস ছুটে চলা

মোঘল সুমন শাফকাত, বানারীপাড়া প্রতিনিধিঃ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচল বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সরকার ঘোষিত এক সপ্তাহের সর্বাত্মক কঠোর লকডাউন কার্যকরের তৃতীয় দিনে বরিশালের বানারীপাড়া উপজেলা প্রশাসনের কর্মতৎপরতা ছিলো প্রশংসনীয়। কঠোর লকডাউনে পৌরসভার বন্দর বাজার সহ উপজেলার ইউনিয়ন বাজার গুলোর দৃশ্যপট পাল্টে গেছে সম্পূর্ণভাবে। এখানকার দোকানীরাও নিজেদের ব্যবসায়িক ক্ষতিকে কোন কিছু মনে না করে সমষ্টিগতভাবে সকল মানুষের ভালোর জন্য নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। কঠোর লকডাউন সফলের জন্য প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিরলস ভাবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা, সহকারী কমিশনার (ভূমি) নিশাত শারমিন ও থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন। এ কয়েকদিনে যারা সরকারি আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে জরিমানা সহ আইনি ব্যাবস্থা নিতে কঠোর অবস্থানে ছিলেন প্রশাসনের এ কর্তা ব্যাক্তিরা। সরেজমিন ঘুরে দেখা গেছে কাঁচা বাজার ও মাছ বাজারে মানুষের সমাগম ঠেকাতে আলাদা (খোলা জায়গায়) সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার বসানো হয়েছে। রয়েছে পুলিশের চেকপোষ্ট। সব মিলিয়ে এখানে লকডাউন কার্যকরে সকল শ্রেণী পেশার মানুষই নিজ নিজ স্থান থেকে কাজ করছেন। তবে ক্ষুদ্র ব্যবসায়ি, দিনমজুর, দরিদ্র শ্রেণী মানুষের অবয়বে কিছুটা হতাশার ছাঁপ লক্ষ করা গেছে। যার বেশিটা পরিলক্ষিত হচ্ছে মধ্যবিত্তদের মধ্য। এভাবে কঠোর লকডাউন চলমান থাকলে তাদের পাশে দাঁড়ানো অত্যাবশ্যকীয় হয়ে উঠবে বলে অনেকেই মতামত পোষণ করেছেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225