আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
মাইকিং করে ক্রেতা পাচ্ছে না আমতলী আম ব্যবসায়ীরা। ক্রেতা সংঙ্কটে বাজারে ধস নেমেছে। এতে বিপাকে পরেছে আমতলী পৌর শহরের শতাধিক আম ব্যবসায়ী।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে গত বৃহস্পতিবার বিধি নিষেধ ঘোষনা দেয় সরকার। বিধি নিষেধ ঘোষনা দেয়ায় আমতলী আম বাজারে ক্রেতা সংঙ্কটে পরেছে। এতে আমের বাজারে ধস নেমেছে। মাইকিং করেও ক্রেতা পাচ্ছে না ব্যবসায়ীরা। ক্রেতা সংঙ্কটে আমের দাম কমে গেছে। বাজারে ৮০ টাকা কেজির আম ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাইকিং করে এক’শ টাকায় তিন কেজি আম বিক্রি করছেন ব্যবসায়ীরা। গত তিন দিনে অনেকের আম পচে গেছে বলে জানান তারা। ব্যবসায় ধস নেমে আসায় বিপাকে পরেছে আমতলী পৌর শহরের শতাধিক ব্যবসায়ী।
শনিবার দুপুরে বাঁধঘাট চৌরাস্তায় আম বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ক্রেতা শূন্য। মাইকিং করে ক্রেতা পাচ্ছে না ব্যবসায়ীরা।
আমতলী বাঁধঘাট চৌরাস্তায় আম ব্যবসায়ী রিপন চন্দ্র মৌয়ালি বলেন, ক্রেতা না থাকায় আম বিক্রি করতে পারছি না। কাঁচা পন্য পঁচে যাওয়ার ভয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে। তিনি আরো বলেন, আম পঁচে অন্তত ২৫ হাজার টাকা লোকসান হয়েছে।
আম ব্যবসায়ী জুয়েল মিয়া বলেন, ক্রেতা নেই। গত তিন দিনে ৩০ হাজার টাকার আম পঁচে গেছে।
ব্যবসায়ী আল আমিন বলেন, ক্রেতা নেই। দিনে কিছু ক্রেতা আসেন। তাদের কাছে ৮০ টাকার হারিভাঙ্গা আম ৫০ টাকায় বিক্রি করছি। এভাবে দু’একদিন চললে আম পঁচে যাবে।
আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, লকডাউনের কারনে বাজারে মানুষ যাচ্ছে না। তাই দাম কমে গেছে।