, , , ,

যশোর জেলা তে আরো ভয়াবহ আকার ধারণ করেছে করোনা

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

যশোরে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ২৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনা শনাক্ত সংখ্যা দাড়ালো ১৩ হাজার ৩৭ জন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৯ ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল আফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, শনিবার আমাদের কাছে আসা ফলাফলে এদিনে জেলায় ২৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৭১৬ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এছাড়া খুলনা মেডিকেল কলেজ ল্যাবে চারজনের নমুনা পরীক্ষা করে সবগুলো নমুনা নেগেটিভ এসেছে। জেলা এখন পর্যন্ত শনাক্ত সংংখ্যা ১৩ হাজার ৩৭ জন। মোট মৃত্যু সংখ্যা ১৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬৯ জন। আজ হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৩০ জন। ২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ১৬৩ জন, কেশবপুরে ছয়জন, ঝিকরগাছায় ১১ জন, অভয়নগরে ২২ জন, মনিরামপুর ১২ জন, বাঘারপাড়ায় দুইজন, শার্শায় ১৮ জন, চৌগাছায় ১৬ জন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225