বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. হাইদুল ইসলাম (৭২) আর নেই। ১০ জুলাই শনিবার বেলা ১১টায় পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। পারিবারিক সুত্রে জানা গেছে, তিনি গত কয়েকদিন ধরে সস্ত্রীক জ্বরে ভূগছিলেন। মৃত্যুকালে নিঃসন্তান এ শিক্ষক স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বাদ আসর জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমূখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেণ।