বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ
খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে শনিবার (১০ জুলাই) বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক কার্যক্রম, করোনায় কর্মহীনদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় কেএমপির সোনাডাঙ্গা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ আবুল খায়ের (পিপিএম) হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশ্বাস প্রোপার্টিজের সিইও এবং হরিণটানা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আজগর বিশ্বাস তারা, হরিণটানা থানা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক অনুপ গোলদার, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ, সহ-সভাপতি শেখ মুকুল, খুলনা মহানগর যুবলীগের সদস্য রোজী ইসলাম নদী, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সজীব মন্ডল, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সহ বিভিন্ন বিট পুলিশিং কমিটির নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশ্বাস প্রোপার্টিজের সিইও এবং হরিণটানা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আজগর বিশ্বাস তারা তার নিজস্ব অর্থায়নে বিভিন্ন বিট পুলিশিং অফিস গুলোতে জনসচেতনতা মূলক প্রচারণার জন্য হ্যান্ড মাইক বিতরণ করেন।