মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
ঈদ উপলক্ষে চোলাই মদের কারবারীরা সক্রিয় হয়ে ওঠার চেস্টা করে ব্যর্থ হচ্ছে বারবার। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি মামুন খান। তিনি মাদককে জিরো টলারেন্স ঘোষনা দিয়ে শূরু থেকেই ধরপাকড় শুরু করে মাদক ব্যবসায়ীদের। বেনাপোল পূর্বের চেয়ে অনেকটা মাদক মুক্ত। প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীদের ডেরা গুড়িয়ে দেয়া হচ্ছে পোর্ট থানা পুলিশের পক্ষ থেকে।
গতরাতেও বেনাপোল পোর্ট থানা পুলিশ ৩০ লিটার চোলাই মদ জব্দ করেছে। থানার অফিসার ইনচার্জ মামুন খানের নেতৃত্বে এসআই শফি আহমেদ রিয়েলসহ পুলিশের একটি চৌকস টিম বেনাপোল বল ফিল্ডের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ লিটার চোলাই মদ জব্দ করে। পুলিশের উপস্থিতি টের পয়ে আগে ভাগেই পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। জব্দকৃত মদের মূল্য ৩০ হাজার টাকা।
মাদক ব্যবসায়ীরা একাট্টা হয়ে ওসি মামুন খানকে বদলি করাতে উপরিমহলে দেনদরবার শুরু করেছে। কিন্ত ওসি মামুন খান একজন সৎ ও দক্ষ অফিসার হওয়ায় মাদক ব্যবসায়ীদের সে চেস্টা ব্যর্থ হচ্ছে বারবার। মামুন খান বেনাপোল যোগদানের পর বেনাপোল ফিরে আসে শান্তি শৃংখলা । ফলে সন্ত্রাসী চাঁদাবাজদের চক্ষুশুল হয়ে ওঠেন তিনি। বেনাপোল একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানের স্থলবন্দর হওয়ায় এ থানায় এধরনের একজন সৎ ও দক্ষ ওসির খুবই প্রয়োজন বলে ব্যবসায়ীরা মনে করছেন।