সাদ্দাম উদ্দীন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদের পিতা ফিরোজ আলম আর নেই।
তিনি শুক্রবার ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বৎসর। তিনি ৬ ছেলে ও এক মেয়ে সহ অনেকগুণগ্রাহী রেখে যান।
মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় উপজেলার মেথিকান্দা এলাকায় অবস্থিত আশরাফুন্ন্ছো পাবলিক স্কুল মাঠে এবং দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় শ্রীনগর মাদরাসা মাঠে।
তার মৃত্যুতে নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদীন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।