, , , ,

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চুরির অভিযোগে বিধবার সংবাদ সম্মেলন

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে পাখি বেগম নামের এক বিধবা নারী তার বাসায় চুরির অভিযোগ করেছেন। ৭ আগস্ট শনিবার রাত সাড়ে ৯টায় ওই নারী বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে তার বাসার মালামাল চুরির অভিযোগ আনেন। এসময় থানায় দেওয়া লিখিত অভিযোগের কপি তিনি পাঠ করে শোনান। শুক্রবার (৬ আগস্ট) রাতে তিনি বানারীপাড়া থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন। এতে তিনি উল্লেখ করেন গত ৫ বছর পূর্বে বাদীর ভাড়াটিয়া বাসার তালাবদ্ধ ঘরের তালা ভেঙ্গে একই ভবনের অপর ভাড়াটিয়া আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সরদার কম্বল, চার্জার ফ্যান, সিলিং ফ্যান, বেড সিট, প্রেসার কুকার, ও শাড়িসহ বিভিন্ন মালপত্র নিয়ে যায়। পরে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গরা সালিশ মিমাংশার মাধ্যমে বিষয়টির সুরাহার কথা বলেন। এরপরে এক সালিশ মিমাংশার মাধ্যমে বাদীর মালামাল ক্রয় করে দেয়ার কথাও বলা হয়। দীর্ঘ দিন পরে ৬ আগস্ট সকালে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে পাখি বেগমকে ৪ হাজার টাকা দেওয়া হয়। তবে তাতে সন্তুষ্ট হতে না পেরে মালামাল ফেরত পেতে ওই দিন রাতে বানারীপাড়া থানায় তিনি ফারুক হোসেন সরদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক হোসেন সরদার অভিযোগ অস্বীকার করে এটা এক ইউপি সদস্যের প্ররোচনায় ষড়যন্ত্র বলে দাবি করে ওই নারীকে মামলা করতে বলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এখন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225