মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
রোববার যশোরের বেনাপোলে আলাদা অভিযানে তিন কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল সাড়ে ৫টার দিকে ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল ডিগ্রি কলেজের মূল ভবনের দক্ষিণ পাশে বলফিল্ডে অভিযান চালান। সেখান থেকে বেনাপোলের নুর ইসলামের ছেলে আব্দুল্লাহ ওরফে আব্দুলকে (২৫) তিন কেজি গাঁজাসহ আটক করেন। একই সময় ডিবি পুলিশের এসআই মো. শামীম হোসেন ও এসআই সামনুর মোল্লা সোহান বেনাপোলের খলসি বাজার এলাকায় অভিযান চালান। সেখান থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। তারা হলেন, বেনাপোলের খলসি গ্রামের মহসীন আলীর ছেলে আজিজুল ইসলাম (২৬) ও রাজগঞ্জের আব্দুস সামাদের ছেলে তারেক হাসান (২১)।
এসব ঘটনায় বেনাপোল পোর্ট থানায় আলাদা মামলা হয়েছে।