মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ায় এমএলতিফ মাদ্রাসার নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি গ্রামের দিন মজুর মাসুম বেপারীর মেয়ে অনিকার গলায় ওড়না পেঁচানো থাকলেও ওই ছাত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া না যাওয়ায় তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। জানাগেছে সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে অনিকাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিজ ঘরের সিঁড়িপথের ওপরে তার মা দেখতে পায়। সকালে পিতা রিক্সা চালাতে ও মা কিস্তি দিতে পার্শ্ববর্তী বাড়িতে গেলে অনিকা ঘরে একাই ছিলো বলে জানাগেছে। কিস্তি দিয়ে মা ঘরে ফিরে মেয়েকে ওই অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশী ও স্বজনরা অনিকাকে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ। খবর পেয়ে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ ও উপ-পরিদর্শক এসআই ওসমান গণি ঘটনাস্থল ও হাসপাতালে যান। প্রথমে পুলিশ ওই ছাত্রীর মৃত্যু রহস্য উদঘাটনে লাশ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানোর উদ্যোগ নেয়। তবে সলিয়াবাকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর আবু তুর্কি টুলু ও অনিকার স্বজনরা তার লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য জেলা প্রশাসকের অনুমতি নিতে চেষ্টা চালায়। ওই ছাত্রীর গলায় ওড়না পেঁচানো ও তার নাক দিয়ে রক্ত বের হওয়ায় এবং তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া না যাওয়ায় এবং ওড়না অক্ষত থাকায় ধর্মভীরুতাপূর্ণ ওই মেধাবী ছাত্রীর মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক খেজুরবাড়ি এলাকার অনেকেই জানান ময়না তদন্ত করলেই অনিকার মৃত্যুর রহস্য উদঘাটন হতে পারে। এ বিষয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ জানান, ওই ছাত্রীর শ্বাসকষ্ট রোগ ছিলো। সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। তবে ছাত্রীর গলায় দাগ ও ওড়না পেঁচানো ছিলো বলে ওই পুলিশ অফিসার জানান। তবে ওই ছাত্রীর পূর্বে শ্বাসকষ্ট ছিল কি না? তা এলাকাবাসী জানাতে পারেনি। স্বজনরা বরিশালে থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে শ্বাসকষ্ট থাকলেও গলায় ওড়না পেঁচানো অবস্থায় নাক দিয়ে কেন রক্ত ক্ষরণ হচ্ছিল এ নিয়েও রহস্য থেকেই যায়। ওই ছাত্রীর মৃত্যু রহস্য উদঘাটনে লাশ সারারাত থানায় রেখে পুলিশ ১৭ আগষ্ট সকালে লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে প্রেরন করে।