বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
বরগুনায় পুকুরে ডুবে হালিমা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বরগুনা পৌরসভার ৯নং ওয়ার্ডের কেজি স্কুল সড়কের উকিল বাড়ির পুকুরে ডুবে শিশুটি মারা যায়। শিশু হালিমা কেজি স্কুল সড়কের সিদ্দিকুর রহমানের ছোট মেয়ে। দুপুরে পুকুরের পাড়ে বসে খেলা করছিলো হালিমা। কিছুক্ষণ পর হালিমার মা তাকে খুঁজে না পেয়ে পুকুরের নেমে খুঁজতে থাকে। পরে মৃতদেহ ভেসে উঠলে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরগুনা সদর থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে কোন অভিযোগ না দেয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।
Facebook Comments Box