রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

বরগুনায় সাংবাদিক হিমুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত

অনলাইন ডেস্ক / ২৭৪ শেয়ার
প্রকাশিত : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দক্ষিণ বঙ্গের মফস্বল সাংবাদিকতার অন্যতম দিকপাল মরহুম আব্দুল আলিম হিমু-এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেল পাচটায় বরগুনা প্রেসক্লাবে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান বাদশার সভাপতিত্বে আলোচনা করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জাহাঙ্গীর কবির মৃধা, ফেরদৌস খান ইমন, ইমাম হাসান রোকন প্রমুখ।
দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার অগ্রদূত বরগুনা প্রেসক্লাবের সাবেক (৭বার) সভাপতি আবদুল আলীম হিমু গত বছরের এইদিনে করোনা আক্রান্ত হয়ে  মৃত্যুবরন করেন ।
৬৪ বছর বছর বয়সী আবদুল আলীম হিমু বরগুনার সাবেক এমএনএ (১৯৩৭-১৯৫৪) আবদুল কাদের মিয়ার  কনিষ্ঠ ছেলে। ৭০-এর দশকের তুখোড় ছাত্রনেতা আবদুল আলীম হিমু গণকণ্ঠের সাংবাদিক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। বরগুনার দৈনিক আজকের কণ্ঠের সম্পাদক ছিলেন তিনি। পরে তিনি ইত্তেফাকে যোগ দেন।  বরগুনা প্রেসক্লাব গঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন আব্দুল আলীম হিমু। তাঁর চলে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে বরগুনা প্রেসক্লাব তথা বরগুনার সাংবাদিক অঙ্গনে।
Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com