, , , ,

বরগুনায় জেলা যুবলীগের বর্ধিত সভা

বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
আওয়ামী যুবলীগ বরগুনা জেলা কমিটির বর্ধিত সভা ২ বছর ৭ মাস পরে শনিবার অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০১৯ সালের ১১ জানুয়ারি বর্ধিত সভা করা হয়। শনিবার বেলা ১২ টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য সুবাস চন্দ্র হাওলাদার।  জেলা যুবলীগ সভাপতি বরগুনা পৌর মেয়র আ্যাডঃ কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক  কাজী মাজহারুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-সম্পাদক গোলাম কিবরিয়া শামিম, নির্বাহী কমিটির সদস্য, কপিল হাওলাদার সজল, আমিরুল ইসলাম খান শিপন, সাইফুর রহমান সুমন, আব্দুল্লাহ মিঠু, বাবুল খান ইমন, আরিফুর রহমান লিমন ও কামরুজ্জামান রোকন। জেলা যুবলীগ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি সুবাস চন্দ্র হাওলাদার বলেন, যুবলিগ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিনাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন শীঘ্রই বাস্তবায়িত হবে ইনশাল্লাহ উল্লেখ করে যুবলিগ সভাপতি মন্ডলীর সদস্য সুবাস হাওলাদার বলেন, এখনও ষড়যন্র চলছে প্রধানমন্ত্রী, আওয়ামীলিগ আর মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি -জামাতের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধ হবে হবে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225