, , , ,

মাদক মামলায় বরগুনা জেলা শ্রমিকলীগের সহসভাপতির এক বছরের কারাদণ্ড 

বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
মাদক মামলায় বরগুনা জেলা শ্রমিকলীগের সহসভাপতি আবদুল হালিম মোল্লাকে এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার রায় ঘোষনা করেন জেলা ও দায়রা জজ আদালতের জ‍্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নাহিদ হোসেন। রায় ঘোষণার সময় আসামী আব্দুল হালিম মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। বিকেলে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।
২০১৬ সালে ২০ গ্রাম গাজাসহ আবদুল হালিম মোল্লাকে আটক করা হয়। ওই সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলার ৫ বছর পরে সোমবার রায় হয়েছে।
বরগুনা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ‍্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
বরগুনা জেলা শ্রমিকলীগের সভাপতি আব্বাস হোসেন মন্টু মোল্লা জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আবদুল হালিম মোল্লা জেলা শ্রমিকলীগের সহসভাপতি। তিনি আরও জানান হালিম মোল্লা নিজেকে জেলা শ্রমিকলীগের স্বঘোষিত আহবায়ক দাবী করে দলীয় শৃংখলা ভঙ্গ করে আসছিলেন। আগামীকাল মঙ্গলবার জেলা শ্রমিকলীগের সভা আহবান করা হয়েছে। সেই সভায় দলীয় শৃংখলা ভঙ্গ ও মাদকের মামলায় সাজা হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225