বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর জন্য ভোট চাইলেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচসহ জেলা ও উপজেলার র্শীর্ষ নেতৃবৃন্দ। সোমবার বিকেলে বটতলা বেগম রাজিয়া ইসলাম টেকনিক্যাল ষ্কুল মাঠে নৌকা মার্কার সমার্থনে উঠান বৈঠকে নেতৃবৃন্দ বক্তৃতা কালে আওয়ামীলীগ মনোনীত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধাকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। মোঃ এসহাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ ছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম,সৈয়দকাঠী ইউনিয়নের নৌকার প্রার্থী আনোয়ার হোসেন মৃধা,বাকপুর ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিক মাষ্টার,চাখার ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক টুকু,সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন মন্টু,সম্পাদক শহীদুল ইসলাম মৃধা,উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ সাইফুর রহমান কিসমত, আওয়ামীলীগ নেতা কালাম বালী প্রমুখ।