বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
সোমবার বিকেলে বরগুনায় সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ হয়েছে। সামাজিক প্রতিরোধ কমিটি বরগুনা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করেছে। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাড়াও শ্লোগান নিয়ে সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আনিসুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার, জাতীয় মহিলা সংস্থা বরগুনার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, বরগুনা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ সিকদার শিবু, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক খোকন কর্মকার, জেলা মহিলা পরিষদের সদস্য দুলালী ইয়াসমিন মিলি ও বরগুনা মহিলা পরিষদের প্যানেল ল-ইয়ার অ্যাডভোকেট নার্গিস পারভীন সুরমা। সমাবেশ পরিচালনা করেন, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য সচিব মনির হোসেন কামাল।
Facebook Comments Box