বরগুনা প্রতিনিধি :
বরগুনায় করোনা ভাইরাসে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ থেকে নভেম্বর মাসের ১৬ তারিখ পর্যন্ত কোন মূত্যু নেই। সর্বশেষ ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১০৯ জনের মৃত্যু হয়েছে। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্তাবধায়ক খান সালামত উল্লাহ জানান, আজ পর্যন্ত আক্রান্ত ৩,৯৫৫ জন। এরমধ্যে পুরুষ, ২৪২৬ জন মহিলা, ১৫২৯ জন। হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিয়েছেন ৩,৩২০ জন এবং হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্হ হয়েছেন ৬৩৫ জন। ১০৯ জনের মধ্য বরগুনা সদর উপজেলায় ৪৯ জন, আমতলি উপজেলায় ১২ জন, পাথরঘাটা উপজেেলায় ১০ জন, বেতাগি উপজেলায় ১৯ জন, বামনা উপজেলায় ১০ জন এবং তালতলী উপজেলায় ৯ জনের মৃত্যু হয়েছে। পজেটিভ শনাক্ত ৩,৯৫৫ জনের মধ্য সদর উপজেলায় ১৮৮৭ জন, আমতলি উপজেলায় ৫৭১ জন, পাথরঘাটা উপজেলায় ৩৮৭ জন, বেতাগী উপজেলায় ৩৯৭ জন, বামনা উপজেলায় ৩২৩ জন এবং তালতলী উপজেলায় ৩৯০ জন রয়েছেন।
Facebook Comments Box