, , , ,

দিনাজপুরে কাহারোল উপজেলা তাঁতী লীগের উদ্যোগে মতবিনিময় সভা

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :

বাংলাদেশ তাঁতী লীগ-দিনাজপুর কাহারোল উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।

২৩ নভেম্বর, ২০২১ ম‌ঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর কাহারোল উপজেলার আমতলা মোড়স্হ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিনাজপুর কাহারোল উপজেলা তাঁতী লীগের আহবায়ক আলহাজ্ব মো. মাজেদুর রহমান (খোকন) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা তাঁতী লীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম আলাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সদস্য সচিব শামসুল হুদা শান্ত ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের অন্যতম সদস্য সৈয়দা সুলতানা ফেরদৌসী, দিনাজপুর শহর তাঁতী লীগের আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক‌ নোমান ও সদস্য সচিব আহমেদ হুমায়ুন কবির সদর উপজেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক মো. ইয়াছিন আলী।

বাংলাদেশ তাঁতী লীগ কাহারোল উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মো. মোখলেছুর রহমান ও সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেন বিল্কু এর প্রানবন্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের অন্যতম সদস্য মোঃ সাইফুল ইসলাম, কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো. আনারুল ইসলাম চৌধুরী প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা আওয়ামীলীগের ও
কাহারোল উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় তাঁতী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় আগামীতে তাঁতী লীগকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলায় সকলের সহযোগিতা কামনা করা হয়।
দেশনেত্রী শেখ হাসিনা সরকারের সকল উন্নয়ন কাজে তাঁতী লীগ পাশে থাকবে- বলেন জেলা তাঁতী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল।

কাহারোল উপজেলা তাঁতী লীগের মতবিনিময় সভা শেষে ঐদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বীরগঞ্জ উপজেলা তাঁতী লীগের আয়োজনে বীরগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ ও সদস্য সচিব মো. আব্দুর রব সোহেলের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বীরগঞ্জ উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন দিনাজপুর জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225