পাবনা থেকে শরিফুল ইসলামঃ
গতকাল পাবনা আমিনপুর থানা আওতাধীন আহাম্মাদপুর ইউনিয়নের অন্তর্গত বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের পথে একজন ছাত্রীকে বিরক্ত / ইভটিজিং করার সমায় বোয়ালিয়া স্কুলের সামনে বোয়ালিয়া বাজার ত্রিমোহনী হতে গ্রেফতার করে আমিনপুর থানার এস,আই ব্রজেশ্বর বর্মন। ইভটিজার ছেলেটি হলো সাথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের সমাসনারি গ্রামের আবদুল মান্নান মোল্লার বড়ো ছেলে মোঃমিজানুর রহমান(২৩)।পরবর্তীতে জনাব মোঃ রওশন আলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সুজানগর,পাবনা মহোদয় কতৃক ভ্রাম্যমাণ আদালতে মামলা নং- ২২৯/২০২১, ধারা- পেনাল কোডের ৫০৯ মুলে ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।পরে তাকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।