মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় স্কুল ছাত্রীকে জোর করে মুখে বিষাক্ত পদার্থ ঢুকিয়ে হত্যার ব্যর্থ চেষ্টা করেছে এক বখাটে যুবক। শনিবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রায়েরহাট ব্রিজের ঢালে সলিয়াবাকপুর ইউনিয়নের হাসিনা মোর্শেদ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী শ্রাবনীর সাথে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। শ্রাবনীর বান্ধবি মুনিয়া জানায় প্রতিদিনের মতই স্কুল শেষে তারা একটি ব্যাটারী চালিত বৌ গাড়িতে করে বাড়ির দিকে ফিরছিলেন এসময় তাদের গাড়ির গতিরোধ করে রায়েরহাট নামক স্থানে মিরাজ ও লাদেন নামের দুই বখাটে যুবক হাতে থাকা পয়জন (বিষ) জোর পূূর্বক শ্রাবনীর মুখে (বিষ) ঢেলে দিয়ে মুখ চেপে ধরে বিষ যাতে করে পেটের ভিতরে যায় সেই চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগীতায় মুর্মূর্ষ অবস্থায় শ্রাবনীকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসারর জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন ফোর্স নিয়ে বখাটে যুবক মিরাজকে গ্রেফতার করে। শিক্ষার্থী শ্রাবনী সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোঃ নয়ন চোকদারে মেয়ে ও বখাটে যুবক মিরাজ একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছালাম ডাকুয়ার ছেলে এবং তার সাথে থাকা সহযোগী লাদেন আবু ডাকুয়ার ছেলে বলে জানা গেছে।