, , , ,

গোমস্তাপুরে  পুলিশ পরিচয়ে ১৫ টি গরু ডাকাতি 

কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে খামার মালিক ও তার স্ত্রীকে বেঁধে রেখে খামার থেকে ১৫টি গরু নিয়ে গেছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার পাবর্তীপুর ইউনিয়নের জিনারপুর এলাকার গড়বাড়ি গরুর খামারে এই ডাকাতির ঘটনা ঘটে।

গরু ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছে গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস।

গরুর মালিক আশরাফুল ইসলাম জানান, রাতে স্ত্রীসহ তিনি খামারেই ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টা থেকে ২টার দিকে ১০-১৫ জন ডাকাত খামারের বাঁশের বাতা কেটে খামারে ঢোকে এবং পুলিশ পরিচয় দেয়। এ সময় তারা গরুর খামারে মাদক আছে বলে খামারে তল্লাশি চালায়। এরপর তারা আমাকে ও আমার স্ত্রীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে আড্ডা-সাপাহার সড়কের জিনারপুর গড়বাড়ি কালভার্টের পাশে ধানের ক্ষেতে ফেলে রেখে খামারের ১৫টি গরু নিয়ে চলে যায়। পরে কোনো রকমে হাত-পায়ের বাধন খুলে চিৎকার করে ডাকাডাকি শুরু করি এবং আমার ভাইসহ স্থানীয়রা ছুটে আসে।

খামার মালিক অভিযোগ করেন, ঘটনার পর দুইবার ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চাইলেও কোনো সহায়তা পাওয়া যায়নি। শনিবার সকাল ৭টার দিকে পুলিশের উপ-পরিদর্শক বদিউজ্জামন ঘটনাস্থলে আসেন। ততক্ষণে আমার সব শেষ হয়ে যায়।

গরু ডাকাতির সত্যতা স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে দেরি করে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পৌঁছার বিষয়টি অস্বীকার করেন তিনি। তিনি জানান, এ ঘটনায় ডাকাতি হওয়া গরুগুলো উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225