কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর গ্রামের পিতা মৃত্যু মামলতের ছেলে কালু (৪৫) তার বাড়ির পাশের জমিতে খড়ের পালায় প্রায় চার বিঘা জমির খড় তার বাজার মূল্য প্রায় ১৮ হাজার টাকার গতকাল সোমবার অনুমানিক রাত চারটার সময় কেবা কাহারা আগুন লাগিয়ে দেয় তার পর।
রাস্তার পথচারী সে আগুন দেখতে পাইলে খড়ের মালিক কে জানাই তারা বাড়ির আশেপাশের কয়েকজন,
লোক নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে তাতে তারা আগুন নিভাতে ব্যর্থ হলে পরবর্তীতে গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস কে ফোন করে জানাই তারা ঘটনাস্থলে এসে ।
ফায়ার সার্ভিস এর ইউনিট দল এক ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের ধারণা সিগারেটর আগুন থেকে আগুনের সুত্রপাত।
খড়ের মালিক আইনগত ব্যবস্থা নিলে আমরা প্রতিবেদন দাখিল করবো বলে জানান।
Facebook Comments Box