, , , ,

মুক্তিযুদ্ধে ব্যবহৃত ট্যাংক-হাউটজার গান বাংলাদেশকে উপহার দিলো ভারত

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক (বর্তমানে অকেজো) ও একটি ৭৫/২৪ মিলিমিটার মাউন্টেন হাউটজার গান উপহার হিসেবে বাংলাদেশকে দিয়েছে ভারত।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকালে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এগুলো হস্তান্তর করে।

উক্ত টি-৫৫ ট্যাংক ও ৭৫/২৪ মিঃমিঃ মাউন্টেন হাউটজার গান হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, কর্নেল আশরাফ এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, কর্নেল বিতিয়ন।

ট্যাংকটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের নিকট ও ৭৫/২৪ মিঃমিঃ মাউন্টেন হাউটজার গানটি সিওডি, ঢাকা সেনানিবাসে হস্তান্তর করা হবে বলে জানা যায়।

ট্যাংক ও হাউটজার গান বেনাপোল স্থল বন্দর হয়ে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে যথাক্রমে বাংলাদেশ জাদুঘর, শাহাবাগ, ঢাকায় এবং সিওডি, ঢাকা সেনানিবাসে পৌঁছানো হবে নিশ্চিত করেছেন কর্নেল আশরাফ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225