আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, আমতলী, বরগুনা এর উদ্যেগে বৃহস্পতিবার সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে বেগম রোকেয়া দিবস-২০২১ উদ্যাপন ও জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সি,এম রেজাউর করিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আমতলী প্রেসক্লাব সভাপতি রেজাউর করিম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার প্রমূখ।
সভায় নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতা অর্জন করায় সোহেলী পারভীন মালা, তাসলিমা পারভীন, ইসমত আরা কলি, নাজমা বেগম, মোসাঃ সাহিদা বেগমকে শ্রেষ্ঠ জয়িতা হিসাবে সংবর্ধনা ও সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।