বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক ইত্তেফাক বানারীপাড়া প্রতিনিধি এস মিজানুল ইসলাম এশিয়া হিউম্যান রাইটর্স পিস অ্যওয়ার্ড- ২০২১ পদক পেয়েছেন। ১১ ডিসেম্বর শনিবার এশিয়া হিউম্যান রাইটর্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং ৭১ মিডিয়া ভিশন সহযোগিতায় কেন্দ্রীয় কচি-কাঁচা ভবন মিলনায়তনে স্বার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও পথ শিশুদের কম্বল বিতরণের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মো : মঞ্জুর হোসেন ঈসা। “এশিয়া হিউম্যান রাইটর্স ফাউন্ডেশনের মহাসচিব আর কে রিপনের স ালনায় এশিয়া হিউম্যান রাইটর্স পিস অ্যওয়ার্ড- ২০২১” বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক ইত্তেফাক বানারীপাড়া প্রতিনিধি এস মিজানুল ইসলামকে পদক প্রদান করেন প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন প্রাণি সম্পদ অধিদপ্তরের সাবেক মহা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মোসাদ্দেক হোসেন, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, সুপ্রিম কোর্টের অ্যাভোকেট জাহানারা বেগম রোজী প্রমূখ।