, , , ,

গোমস্তাপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত 

কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ পালন করে।  সোমবার সকালে রহনপুরস্থ  উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান । উপজেলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী,সম্পাদক আরিফুল ইসলাম জয়, রহনপুর পৌর সভাপতি এন্তাজুল হকসহ অন্যরা। অন্যদিকে গোমস্তাপুর উপজেলা,রহনপুর পৌর ও ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ কলেজ চত্বর থেকে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন, গোমস্তাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার,ছাত্রলীগের সাবেক সভাপতি মুনসুর রহমান ও ফজলে রাব্বি প্লাবনসহ বর্তমান নেতা কর্মীরা।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225