বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিক্রিতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহে আলম। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০ টায় ফুলেল শ্রদ্ধা জানানোর পরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম-সম্পাদক এটিএম মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমূখ।