, , , ,

আমতলীতে ৭শ ৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আমতলী সুবন্ধি সমস্যা সমাধান ও পায়রা নদীর ভাঙ্গন রোধে একনেকে ৭’শ ৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বুধবার সকাল ১১ টায় এক আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

জানাগেছে, আমতলীর সুবন্ধি বাধ এবং পায়রা নদীর ভাঙ্গনের কারনে লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় মানুষ , এনজিও , মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া আন্দোলন গড়ে তুলে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করলে জেলা প্রশাসন ,পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় সমস্যা সমাধানে উদ্যোগ নেয়। গত ৪ জানুয়ারী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভায় ৭’শ ৫১.২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। এ সংবাদে এলাকায় আনন্দ ছডিয়ে পরে।

পিপলস ভয়েস অব আমতলীর-পিভিএর আয়োজনে আনন্দ র‌্যালিতে আমতলী প্রেসক্লাব,আমতলী উপজেলা নাগরিক ফোরাম,আমতলী সাংবাদিক ইউনিয়ন, এনএসএস ও উদীচী শিল্পী গোষ্ঠীসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন। আমতলী উপজেলা নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট এমএ কাদের মিয়ার সভাপতিত্বে র‌্যালী পূর্ব সমাবেশে বক্তৃতা করেন আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ^াস, উপজেলা নাগরিক ফোরামের কো-চেয়ারম্যান গাজী রফিকুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225