তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র ইয়ামিনের খোঁজ মিলেনি ৪ দিনেও। উপজেলার সওদাগর পাড়া গ্রামের মোঃ ইয়াছিন মিয়ার পুত্র ইয়ামিন (১২) তালতলী মালিপাড়া হিফজুল কোরআন মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র।
হিফজুল কোরআন মাদ্রাসার মুহতামিম মোঃ আরিফুর রহমান ও তালতলী থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে জানা গেছে, ওই মাদ্রাসার ছাত্র মোঃ ইয়ামিন ১১ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে কেহর কাছে না বলে মাদ্রাসা হইতে বাজারের দিকে চলিয়া যায়। সে সন্ধ্যায় আর মাদ্রাসায় না ফিরলে শিক্ষকরা খোঁজ নিয়ে জেনে তার অভিভাবকদের কাছে জানায়। রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া যায়নি। পরদিন ১২ জানুয়ারি সকালে তার পিতা ইয়াসিন এসে তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-৪৪৭
Facebook Comments Box