চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা জন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে পরিচিতি মুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃস্হপতিবার বেলা ১২ টায় উপজেলা সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রসাশক এ,কে এম গালিভ খান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, অপর সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্ত্বব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ও তাজুল ইসলাম সোনার্দি, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল,শামছুল আজম, অফিসার ইনচার্জ গোমস্তাপুর দিলিপ কুমার দাস, উপেজেল ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন মণ্ডল,পার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবসিক মেডিকেল অফিসার নাসির উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর ষ্টেশন বাব্যসায়ি সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল প্রমুখ।