, , , ,

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ 

মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে তবারীপাড়া থেকে বেড়াবাজুয়া পযর্ন্ত ১ কিলোমিটার তীর সংরক্ষণ কাজে নানামুখী অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিনে তথ্য অনুসন্ধানে জানাযায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তবারীপাড়া থেকে বেড়াবাজুয়া পর্যন্ত ফুলজোড় নদীর ১ কিলোমিটার তীর সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ড থেকে ২০ কোটি টাকা বরাদ্দ হয়। টেন্ডারের মাধ্যমে মেসার্স মোঃ জামিল ইকবাল এই প্রকল্পটির কার্যাদেশ পায়।
৯ ফেব্রুয়ারী ২০২২ প্রকল্পটিতে জিওটেক্সের খোয়া বসিয়ে  স্লাব বসানোর কাজ চলছিল। পাশেই দাঁড়িয়ে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক এ্যাসিস্ট্যান্ড মোঃ রফিকুল ইসলাম।  স্লাপের নিজে কত ইঞ্চি খোয়া ব্যবহার হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, সিডিউলে ৪ ইঞ্চি খোয়া বিছানোর নির্দেশ রয়েছে। কিন্তু তা দেয়া সম্ভব নয়। কোথাও ২ ইঞ্চি কোথাও ২.৫ ইঞ্চি খোয়া ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করা খোয়া গুলো নিম্নমানের এবং নেটিং ছাড়াই রাবিশ সহ ব্যবহার করা হচ্ছে। তিনি আরো বলেন কোন ঠিকাদারই শত ভাগ কাজ করে না।  তাই আমরাও সে রকম ভাবে কাজ করছি।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সাগর কুমার বলেন, প্রকল্পের কাজে কিছু খোয়া নেটিং করে ব্যবহার করা হচ্ছে, কিছু খোয়া নেটিং ছাড়াই ব্যবহার করা হচ্ছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এই প্রকল্পের ঠিকাদার জামিল ইকবালের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225