, , , ,

গোমস্তাপুরে তেল জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি বিষয়ক মাঠ দিবস পালিত ও কৃষি পরামর্শক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রবিবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাইহোগ্রাম ঈদগাহ মাঠে এর আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা ড. বিমল কুমার প্রামাণিক,জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. পলাশ সরকার,তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন ও কৃষক শামসুজ্জোহা মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মুঃ ইমরান আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম ও ইব্রাহীম খলিল।

উল্লেখ্য পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকের রাইহোগ্রাম ঈদগাঁ মাঠে ২০২১-২০২২ অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ণ ভিত্তিক( রোপা আমন – সরিষা – বোরো) স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবসে ৮০ জন কৃষক কৃষি পরামর্শক গ্রহণ করছেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225