, , , ,

রহনপুরকে পূর্ণাঙ্গ রেল বন্দর করার দাবিতে  বিক্ষোভ মানববন্ধন

কাবিরুল ইসলাম গোমস্তাপুর  (চাঁপাইনবাবগঞ্জ)  প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার  প্রাচীনতম রেলওয়ে স্টেশন রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রহনপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে সমগ্র রহনপুর পৌর এলাকায় এক ঘণ্টাব্যাপী সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রেলবন্দরে বাস্তবায়ন পরিষদ গোমস্তাপুর নাচোল ভোলাহাট এর আয়োজনে এ বিশাল মানববন্ধনে দল-মত-নির্বিশেষে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা বাইরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু, সাবেক মেয়র তারিক আহমদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমদ, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনারদী, মহিলা আওয়ামীলীগ নেত্রী সহ সাবিহা শবনম কেয়া, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম টাইগার, মমিন বিশ্বাস, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম জয়, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের পক্ষে আমানুল্লাহ আল মাসুদ, ইয়াহিয়া খান রুবেল‌।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225