, , , ,

পাবনার ঈশ্বরদীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত-৬ 

সাখাওয়াত হোসেন (পাবনা) জেলা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী অরনকোলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক,সুপারভাইজার, হেলপার, যাত্রীসহ মোট ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ১ মার্চ  দিবাগত রাত আনুমানিক ১১টার কিছু পরে ঈশ্বরদীর অরনকোলা বটতলা মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, বাসের চালক মোঃ শাহাবাজ পিতা ঈমান মন্ডল, সুপারভাইজার নাসিমুল ইসলাম পিতা: ইদ্রিস ইসলাম, হেলপার সম্রাট পিতা: শাহজাহান, যাত্রী আশিক হোসেন পিতা: আশরাফ, যাত্রী আবির হোসেন খান পিতা: আসগর আলী, যাত্রী রেখা পিতা: মোজাম্মেল হক।
দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ অফিসার অপু জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করি। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের চালক ও সুপারভাইজার অপরদিকে বাসের হেলপার এবং আর ৩ জন যাত্রী আহত হয়েছেন। অন্যান্য যাত্রীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক মোঃ: আতোয়ার রহমান জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি সুপারসনি নামক বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংগে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায়  বাসের ড্রাইভার ও সুপারভাইজার সহন ৬ জন আহত হয়েছেন। আর ট্রাকের ড্রাইভার দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। সরজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা মেট্র-ব ১৫-১৭৬৮ সুপারসনি বাস ও ঢাকা মেট্র-ট ২০-৭৯৫২ ট্রাক এর সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাসের চালক ও সুপারভাইজারকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুপারসনি বাসের অফিস সূত্রে জানা যায়, বাসটি রাত ১১টায় সর্বমোট ২৭ জন যাত্রী নিয়ে ঈশ্বরদী বাস টার্মিনাল ত্যাগ থেকে ছেড়েআসে।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225