মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে অজ্ঞাত বাসের চাপায় রাইজুদ্দিন (৬২) নামের একজন মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছে।
নিহত রাইজুদ্দিন সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের মৃত ময়দান শেখের ছেলে এবং দুখিয়াবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন।
শুক্রবার (৪ মার্চ ) সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে কড্ডার মোরে যাওয়ার জন্য রওনা হয়,পরে সয়দাবাদ এলাকায় পৌঁছালে পিছন থেকে অজ্ঞাত একটি বাস তাকে চাপাদিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন তিনি।
স্থানীয়রা জানান, সকালে রাইজুদ্দিন দুখিয়াবাড়ী থেকে কড্ডার মোড় যাবার উদ্দেশ্যে রওয়ানা হন,সায়দাবাদ এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে চলে যায় পালিয়ে যায়, তখন সে ঘটনা স্থলেই নিহত হন।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Facebook Comments Box