গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে গোমস্তাপুর উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন,আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে৷
উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।
রহনপুর পৌর মেয়র মতিউর রহমান জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হালিমা খাতুন, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা, গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস প্রমুখ।